বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাশঁ-বেত শিল্পকে এগিয়ে নিতে হবে : সুনামগঞ্জ ডিসি

দেশ ভয়েস ডেস্ক
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:০২ এএম

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জের বাশঁ ও বেত শিল্পকে কাজে লাগিয়ে শ্রমের বাজার প্রসারিত করতে হবে। তিনি আরও বলেন, যারা শীলপাটি ও বাশেঁর তৈরীর মোড়াসহ হস্তশিল্পের নানান উপকরণ তৈরী করেন তাদের প্রশিক্ষনের মাধ্যে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে।

মঙ্গরবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প” (২য় পর্যায়) এর অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়।

অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল রায়, জেলা যব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নূর আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্টাচার্য, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com