সুনামগঞ্জে জেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যদোগে ও ট্রান্সফর্মিং লাইভস্ ধ্র নিউট্রিশন প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ) তাপস শীল, সুনামগঞ্জ তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম, কনজুমার এসোশিয়েন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
সভায় সুনামগঞ্জ জেলার পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিনহা মিথুন।