বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ টহল

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৫৩ পিএম

সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে পর্যটদের বাড়তি নিরাপত্তা দিতে বিশেষ টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (০৯ জুন)সকাল থেকে সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্পটে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল বৃদ্ধি করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার বেশির ভাগ পর্যটন স্পট সীমান্ত এলাকায় হওয়ার কারণে পর্যটকরা সীমান্তরেখা অতিক্রম করতে পারেন। একারণে তাদের সতর্ক করার পাশাপাশি চোরাচালান ও পুশইন রোধে সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ টহল বৃদ্ধি করা হয়েছে।

সূত্র আরও জানায়, পর্যটন স্পট যাদুকাটা নদী, বারেকটিলা, নীলাদ্রি লেকসহ পর্যটন স্পটগুলো সীমান্ত এলাকার কাছাকাছি হওয়ায় তাদের সতর্ক করার লক্ষ্যে ও চোরাচাল এবং পুশইন রোধে এসব এলাকায় বিশেষ টহল বৃদ্ধি করেছে বিজিব। যাতে পর্যটকদরা সীমান্তের শুন্যরেখা অতিক্রম করতে না পারেন। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধ করতে নজরদারি ও বিশেষ টহল বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও হ্যান্ডমাইক দিয়ে বিজিবি জোয়ানরা সীমান্তের শুন্যরেখা অতিক্রম না করার অনুরোধ জানাচ্ছেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহলের পাশাপাশি আজ থেকে বাড়তি নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদের ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সুনামগঞ্জে আসছেন।

বেশির ভাগ পর্যটন স্পট সীমান্ত এলাকায় হওয়ায় তারা যাতে ভুল ক্রমে সীমান্তরেখা অতিক্রম করতে না পারেন সেজন্য তৎপরতা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সীমন্তরেখা যাতে কেউ অতিক্রম না করেন সেজন্য বিজিবি সদস্যরা হ্যান্ডমাইক দিয়ে মাইকিংও করছেন বলেও জানান অধিনায়ক।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com