বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ১৫জন করোনায় আক্রান্ত

দেশ ভয়েস ডেস্ক
  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৪২ পিএম

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ১৩৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়ায় ১১.১৯ শতাংশ। এর আগের দিন আক্রান্ত ছিল ১০ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে। মোট মৃত্যু ২৯ হাজার ৫০০, যা অপরিবর্তিত রয়েছে।

এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় করোনায়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com