বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুবিপ্রবি’র ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তরের দাবিতে লিফলেট বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:৪১ পিএম

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(সুবিপ্রবি)’র ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তরের দাবিতে বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন এ শ্লোগান নিয়ে সুনামগঞ্জ শহরে লিফলেট বিতরণ ও প্রচার সভা করা হয়েছে।

শনিবার (২১ জুন) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তাবায়ন আন্দোলন নামের সংগঠন বেলা সাড়ে ১১ টায় শহরের পুরাতন বাসস্টেন্ডে প্রচার সভা করেছে। প্রচার সভা শেষে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের যুগ্ম আহŸায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সামস উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব, জেলা জাসাসের সদস্য সচিব ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহŸায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ(অব.) সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরে নূর আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক অনিক রায়, জেলা জাসদ নেতা অ্যাডভোকেট রুহুল তুহিন, সিপিবি নেতা অ্যাবঢোকেট এনাম আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ক্ষমতার অপব্যবহার করে জেলা সদরকে পাশ কাটিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস নিজের বাড়ির কাছে নিয়ে গেছে।

অবিলম্বে সুবিপ্রবির ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের স্থানান্তরের দাবিও জানান বক্তারা।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com