সুনামগঞ্জে পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন)সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কমার পালের সভাপতিত্বে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উেিদ্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমনিারে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান)-এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুসফিকুছ সালেহীন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্র্তা রাকিবুল আলম,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পানসি রেস্টুরেন্টের ম্যানেজার সুজাত আহমদ, হাউজবোট এসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।