সুনামগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ। সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে এ অভিযান চালান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। এসময় ভোক্তা-অধিকারকে সহযোগিতা করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ( ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী সহ সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।
সূত্র জানায়, সোমবার দুপুর ১২ টারদিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে এবং পণ্যের গায়ে মূল্য ও আমদানিকারকের সীল না থাকায় দাস ব্রাদার্সকে ৫ হাজার টাকা এবং সৌখিন ইলেকট্রনিকস এন্ড জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা-অধিকারের সহকারি পরিচালক।