বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ট্রাকসহ ৫৫ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:৫৮ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী রাজাপাড়া এলাকা থেকে একটি ট্রাকসহ ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।

শনিবার (২৮ জুন) ভোর ৫ টায় জেলা বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া এলাকা থেকে একটি ট্রাকসহ ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি জানায়, চিনাকান্দি বিওপির জোয়ানরা শনিবার ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ১২১১/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ মালিকানাবিহীন ৬ হাহার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।

সুনামগঞ্জ -২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

জব্দকৃত ট্রাক ও ভারতীয় ফুসকা সুনামগঞ্জ কাস্টস কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com