বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫৪ পিএম

‘ন্যায্য ও সম্ভাবনার বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারূণ্যের ক্ষমতায়ন’ এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) তাপস শীল।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনাামগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. প্রিয়াংকা পাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী, আখতারুজ্জামান তালুকদার, সুনামগঞ্জ জেলা সূর্য্যের হাসি ক্লিনিকের জেলা ম্যানেজার পান্না দে,প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নরেন ভট্টাচার্য্যরে সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা. দেবাশীষ শর্মা।

আলোচনা সভা শেষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com