অন্তর্র্বতীকালীন সরকার গত এক বছরে অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘অন্তর্র্বতী সরকারের এক বছর মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন ও মব সংস্কৃতি ছাড়া সার্বিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে অন্তর্র্বতী সরকার গত এক বছরে সফলতা দেখিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম আলী রেজার সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীরা।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দুর্নীতি দমন ছিল সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সরকার তেমন সফলতা দেখাতে পারেনি। তবে তারা যে একটা বিধ্বস্ত বাংলাদেশকে আর্থিকভাবে একটি পর্যায়ে নিয়ে গেছে, এটি তাদের বড় সফলতা।
ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন বলেন, দেশের সব প্রতিষ্ঠান সক্রিয় আছে, এটাই এ সরকারের বড় কৃতিত্ব।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে একটা ছাতার নিচে আনতে পেরেছে এটা বড় সফলতা।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন আরেকটি সরকার ক্ষমতায় গেলে বোঝা যাবে, বর্তমান অন্তর্র্বতী সরকার কতটা ভালো ছিল।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ড. সুকোমল বড়ুয়া, এলসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মো. জাকারিয়া, ড. জোবায়ের আহমেদ, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান প্রমুখ।