সিলেটের ডিআইজ প্রিজন মো. আলতাব হোসেন বলেছেন, কারাগার শুধু বন্দী হেফাজতের স্থান নয়, এটি সংশোধন, উন্নয়ন ও আলোর পথ দেখানোর স্থান। তিনি বলেন, ধাপে ধাপে কারাগারে যুক্ত হচ্ছে, অধুনিক নিরাপত্তা ব্যবস্থা, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন।
ডিআইজ প্রিজন আরও বলেন, কারাগারে বন্দীদের জন্য, শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি নেয়া হয়েছে। তিনি বলেন, সবজি চাষ ও বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম নেয়া হয়েছে।
সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় জেলা কারাগার প্রাঙ্গনে জেলা কারাগারে বিভিন্ন ক্ষেত্রে তিন দক্ষ কারারক্ষীকে বার্ষিক পুরষ্কার ও কারা বন্দীদের মধ্যে ভলিবল টুর্নামেন্টর ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা কারাগারের সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও কারারক্ষী মো. হামদানুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহানাজ বেগম, ডেপুটি জেলার মো. কামরুজ্জামান প্রমুখ।
পরে প্যারডে বিশেষ দক্ষতা অর্জনের জন্য কারারক্ষী আব্দুল আলিম, চৌকস কর্মচরী ক্যাটাগরিতে কারারক্ষী জনি দে, কারাভ্যন্তরে মাদক নির্মুলে বিশেষ অবদানের জন্য কারারক্ষী বদরুল আলমকে পুরষ্কার প্রদান করা হয়। এর আগে সালাম ও কুজকাওয়াজ গ্রহন করেন ডিআইজি প্রিজন মো. আলতাব হোসেন। দুুপুরে কারা বন্দীদের মধ্যে ভলিবল টুর্নামেন্টর ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ডিআইজি প্রিজন।