“প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বারান্বিত করি” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে এক র্যালি জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মািতউর রহমান খান।
সুনামগঞ্জ প্রতিবন্ধী স্বাস্থ্য ও সেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সহককারি পরিচালক একে আজাদ ভূইয়া, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দ, সুনামগঞ্জ প্রতিবন্ধী স্বাস্থ্য ও সেবা কেন্দ্রে থেরাপি সহকারি আরিফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, নূর উদ্দিন, তাজুল ইসলাম তারেক প্রমুখ।
অলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে পুরষ্কার ও উপকরন বিতরণ করা হয়।