বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আমাদের উত্তরা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ পিএম

উত্তরার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরার শীতার্ত মানুষদের মাঝে আজ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিকেলে ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আসাদুজ্জামান, সভাপতি আলি হোসেন, সেক্রেটারি এলেন বিশ্বাস এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ও শাখা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান জানান, আমাদের উত্তরা ফাউন্ডেশন প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে আসছে। তিনি আরও জানান, ফাউন্ডেশন সেবার ব্রত নিয়ে ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবসেবামূলক কাজ যেমন গরীবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি নানান কর্মসূচী নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যাবে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com