বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জের ৫টি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৯ প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) দিনভর জেলা রিটার্নি অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন তারা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন, সুনামগঞ্জ-২ আসনে ৭ জন, সুনামগঞ্জ-৩ অসনে ৯ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৯ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে মনোয়নপত্র দাখিল করেছে ৮ জন প্রার্থী।

যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন,

সুনামগঞ্জ-১ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন, আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাজী মুকলেছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।

সুনামগঞ্জ-২ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী শোয়াইব আহমদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস ও স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব।

সুনামগঞ্জ-৩ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীনূর পাশা, আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন,স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, মাহমুদ আলী এবং মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার)।

সুনামগঞ্জ-৪ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. সামছ উদ্দিন,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হুদা,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ অজিজুল হক,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. আমিরুল ইসলাম,লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মনোনীত প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবিদুল হক।

সুনামগঞ্জ-৫ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ ও মোহাম্মদ মোমাহিদ আলী তালুকদার, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, মো. সিরাজুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম,ন্যাশনাল পিপলসপার্টি (এনপিপ) মনোনীত প্রার্থী মো. আজিজুল হক এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির।

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com