বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডায়ালগ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:২০ পিএম

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরনে সুনামগঞ্জে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।

ব্যাকের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারি মো. শাহ আলমের সভাপতিত্বে ও ব্র্যাাকের সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক আশিকুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ডায়ালগে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইনুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সাপাভাইজার জোনায়েদ আহমেদ জনি, জেলা প্রেসক্লাবের সহসভাপতি দেওয়ান তাছাদ্দাক রাজা চৌধুরী ইমন প্রমুখ।

এছাড়াও ডায়ালগের সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com