ঝালকাঠিতে এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের এক স্বজন আরও একটি মামলা দায়ের করেছেন। ডেমরা এলাকার মনির হোসেন সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ঝালকাঠি থানায় মামলাটি করেন। মামলায় লঞ্চের মালিক, চালকসহ ৮জনকে আসামি করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মনির হোসেন বাদী হয়ে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা দুই মাস্টার রিয়াজ সিকদার ও খলিল, দুই ড্রাইভার মাসুম ও কালাম, সুপারভাইজার আনোয়ার, সুকানী আহসান ও কেরানি কামরুলকে আসামি করা হয়।
এর আগে ২৫ ডিসেম্বর লঞ্চ দুর্ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যু মামলা করেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন। এছাড়া নৌ আদালতে একটি ও বরগুনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৪টি মামলা হলো।