শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের নেপথ্যে…

নিউজ ডেস্ক
  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ১২:৫৪ এএম

শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে দুই দিন ধরে উত্তাল রাজধানীর নিউমার্কেট এলাকা। এই ঘটনার সূত্রপাত হিসেবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের নামে খাবারের বিল না দেওয়ার অভিযোগ তোলা হলেও এখন পাওয়া যাচ্ছে ভিন্ন তথ্য। মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয় দুটি ফাস্টফুড দোকানের কর্মচারীদের থেকে। শুরুতে শিক্ষার্থীদের এ নিয়ে কোনো ভূমিকাই ছিল না। পরে একটি দোকানের হয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সিসিটিভির ফুটেজে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এই খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতিও এই তথ্য সত্যায়ন করেছেন। তিনি জানিয়েছেন, এখানে শুরুতে শিক্ষার্থীদের কোনো ভূমিকা ছিল না।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সংঘর্ষের সূচনা নিউমার্কেটের দুটি খাবারের দোকানের নিজেদের কর্মচারীদের মধ্যে। সোমবার (১৮ এপ্রিল) ইফতারের আগে নিউ মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকতেই ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দুটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারী বাপ্পী ও কাওসারের মধ্যে চেয়ার পাতা নিয়ে ঝগড়ার সূত্রপাত। এরপর কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে ধারালো অস্ত্র নিয়ে বাপ্পীসহ ১০-১২ জন কাওসারকে শাসালে কাওসারের লোকজন দোকানের চাপাতি ও চাকু নিয়ে বাপ্পীর লোকজনের ওপর হামলা করে। তখন পালিয়ে যায় বাপ্পীর লোকজন।

রাত ১১টা ৩ মিনিটে দেখা যায় ৪ নম্বর গেট দিয়ে রামদা হাতে এক তরুণের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মার্কেটে ঢুকে ভাঙচুর চালানো হয়। যে তরুণ এই ভাঙচুরের নেতৃত্ব দেন তার গায়ে সাদা টি-শার্ট পরা ছিল। এরপরই কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ব্যবসায়ীদের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয় এই বলে যে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা করেছে।

এই ঘটনার পেছনে ছাত্রদের দায়ী করছে না ব্যবসায়ী সমিতিও। ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দোকানের কর্মচারীদের সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজ থেকে কিছু লোকজন আসছিল। তারপর তাদের মধ্যে ঝামেলা হলে তারা কলেজে গিয়ে বলেন, তারা মার্কেটে খেতে আসছিল, এসময় তাদের মারধর করা হয়েছে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। যে দুই দোকানে এই ঘটনা তাদের পাচ্ছেন না সমিতি জানান সভাপতি আমিনুল ইসলাম।

নিউমার্কেট দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিউমার্কেটের চার নম্বর গেটের দুটি ফাস্টফুডের দোকানের মধ্যে দ্বন্দ্ব ছিল। তাদের কর্মচারীদের মধ্যেও ঝগড়া চলছিল। (১৮ এপ্রিল) রাতে একটি দোকানের হয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী অপর একটি দোকানের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। ওই দোকানে ঢাকা কলেজের অংশীদারিত্ব রয়েছে কি না, তা আমরা এখনও নিশ্চিত না। আমরা জানার চেষ্টা করছি।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com