বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জাতীয় শোক দিবসে বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ

Reporter Name
  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১০:৩৮ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টংগী বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর গিয়াস সরকারের উদ্যোগে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে নতুন স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। শিশুরা নতুন পোষাক পেয়ে আপ্লূত হয়ে পড়ে। শিক্ষার্থীদের পিতামাতা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভাবিত এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানান। ২৫০টি নতুন স্কুল ইউনিফর্ম টিম গ্রুপের একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ১০০% রপ্তানীমুখী প্রতিষ্ঠানে প্রস্তুত করা হয়।

ইউনিফর্ম বিরতরণের পরপরই টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিম এক্সেসরিজ লি. এর ময়দানে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহ কয়েক হাজার মানুষ এই আয়োজনে শামিল হন। এরপর অত্র এলাকার গরীব দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরন করা হয়।

এ সময় টিম গ্রুপের মহাব্যাবস্থাপক নূর-ই সাইফুল্লাহ ফয়সাল তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রুপকার। আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। তিনি স্থানীয় কাউন্সিলরকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

স্থানীয় কাউন্সিলর গিয়াস সরকার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। বাংলাদেশি হিসেবে আমাদের গর্বিত অস্তিত্ব ও বিশ্ব পরিমণ্ডলে আমাদের গৌরবজনক পরিচিতি এ মহান নেতার অবদান। তিনি এ ধরণের অনুষ্ঠান আয়োজনে সব সময় সহযোগিতা করার জন্য টিম গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব সাহেব কে আন্তরিক ধন্যবাদ জানান ।

এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার সংগ্রাম আর জীবন-কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র স্কুলের বাচ্চাদের প্রদর্শন করার জন্য হাজীর মাজার বিদ্যালয়ে একটি টেলিভিশন প্রদান করা হয়। এ অনুষ্ঠানে টিম গ্রুপের ম্যানেজার এডমিন তানভীর সাহেব সহ আরও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com