বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আগাম জামিন জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৭:৩২ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন।

গত সপ্তাহে একজন পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে ‘বিচারের মুখোমুখি’ করার হুমকি দেন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এরপর তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে।

এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। এদিন তাকে আবারও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়।

তাছাড়া বুধবারই অবৈধ জনসমাবেশের মামলায় ইমরান খানকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন বিচারক তাহির আব্বাস সুপ্রা।

এদিকে সন্ত্রাস বিরোধী আদালতে ইমরান খান উপস্থিত হওয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। কারণ সেখানে ইমরান খানের অসংখ্য সমর্থক জড়ো হন।

ধারণা করা হচ্ছিল যদি ইমরান খানকে গ্রেফতার করা হতো তাহলে সেখানে বিশৃঙ্খলা লেগে যেত।

এদিকে ইমরানের আইনজীবি দাবি করেন, পুলিশ তার ওপর প্রতিশোধ নিতে এ মামলা করেছে।

সূত্র: ডন, জিও নিউজ

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com