সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাযায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে পিআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থইে একজন এবং হাসপাতালের নেয়ার পথে দুজন মারা যান।
গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।