বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

Reporter Name
  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:২৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭২ জনে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে নতুন করে আরও ৫১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৮ হাজার ৬৭৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা যান। এ সময়ে নতুন করে আরও ৫০৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com