সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রাথী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট মোটরসাইকেল প্রতীকে ৬০১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন ঘোড়া প্রার্থীকে ৬০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ফলাফল ঘোষণা করেছেন।
জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌর সভায় মোট ভোটার ১ হাজার ২২৯ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ২১৮ জন। এর মধ্যে দুইটি ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।
ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল প্রতীকে নূরুল হুদা মুকুট পেয়েছেন ৪১ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। মধ্যনগরে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ১৫ ভোট। তাহিরপুরে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ৪৩ ভোট। বিশ^ম্ভরপুরে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া প্রতীক পেয়েছে ২৫ ভোট। জামালগঞ্জে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ৩৭ ভোট। দিরাইয়ে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ৮৪ ভোট। শাল্লায় মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ২৮ ভোট। জগন্নাথপুরে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ২৯ ভোট। শান্তিগঞ্জে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৫৫ ভোট ও ঘোড়া প্রতীকে পেয়েছে ৫১ ভোট।
সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজারে মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া পেয়েছে ৭৯ ভোট। ছাতকে মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া প্রতীকে পেয়েছে ১২০ ভোট।