সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘুর্ণিঝড়ে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর ও আসামমোড়া শ্রীনাথপুর গ্রামে অর্ধশতাধিক কাচাঘর বাড়ি লণ্ডভণ্ড হয়েগেছে। সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত পাচ শতাধিক নারীপুরুষ শিশু খোলা আকাশের নিচে বাস করছেন। ক্ষতিগ্রস্তদে বেশির ভাগই কৃষক। দিন মজুর শ্রেণির তাই সরকারি সহযোগিতা ছাড়া বসত ঘর সংস্কারের সামর্থ নেই তাদের।
স্থানীয়রা জানান, দিনগত রাত সাড়ে ১২ টা হঠাৎ ঘুর্ণিঝড়ে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর ও আসামমোড়া শ্রীনাথপুর গ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত। একই সঙ্গে গাছপালা ও বিদ্যুতের খূটি উপড়ে পড়ে গেছে।
খবর পেয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূইয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ঘর বাড়ী পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন এবং শুকনো খাবার বিতরণ করেন।
শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, উপজেলার দরগাপুর গ্রামের অধিকাংশ ঘর বাড়ী বিধ্বস্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।