সিলেটের তিন জেলায় অভিযান চালিয়ে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় অভিযান চালায় সিলেটের বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এনফোর্সমেন্ট শুনানী শেষে ১৩ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য ও নগদ ১,৭৫,০০০(এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা আদায়ের নির্দেশ দেন।
পরিবেশগত ছাড়পত্র ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫(সংশোধিত -২০১০) এর ১২ ধারা লংঘন এর দায়ে হবিগঞ্জের জগদীশপুর ফিলিং স্টেশনকে ৩০ হাজার,আউশকান্দি সিএনজিস্টেশনকে ৩০ হাজার টাকা,শায়েস্তাগঞ্জ সিএনজি স্টেশনকে ৩০ হাজার টাকা, মুন জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ কে ১০ হাজার টাকা, সুনামগঞ্জের মনসাদ আলী চারকোলকে ২০ হাজার টাকা, মনসাদ আলী অটো রাইছ মিলকে ১০ টাকা, সুনামগঞ্জের শাল্লায় জিয়া মসলা মিলকে ১০ হাজার টাকা, রক্সি মসলা মিলকে ১০ হাজার টাকা, সম্পা এন্ড শিমু মসলা মিল কে ১০ টাকা, সিলেট কাটঘর স মিল কে ৫ হাজার টাকা, হাজী নুরুল ইসলাম চারকোলকে ২০ হাজার টাকা, জরিমানা করা হয়।
এদিকে, পাহাড় /টিলা কর্তন করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫( সংশোধিত -২০১০) এর ধারা-৬(খ)লংঘন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার দায়ে চুনারুঘাটের আবদুল হামিদ (সাবেক মেম্বার), আমির হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম সিলেট জেলার শাহপরান থানার অধীন উত্তর বালুচর,তেমুখী পয়েন্টে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তন ও পরিবহনের অপরাধে ২ টি ট্রাক জব্দ করা হয়।
এনফোর্সমেন্ট শুনানীতে প্রসিকিউশন কর্মকর্তা ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আলমগীর, মো.মোহাইমিনুল হক, বনানী দাশ, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলার পরিদর্শক মো.মামুনুর রশিদ।








