বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ১০:৩১ এএম

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে কমক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজনই শিশু। আগুনে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) ভোরে ফিলাডেলফিয়ার ফেয়ারমাউন্ট এলাকায় তিন তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে। মুহূর্তেই তা ভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এ সময় প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন অনেকে। কেউ কেউ সফলভাবে বের হয়ে আসতে পারলেও অনেকেই ভবনে আটকা পড়েন।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকর্মী দল। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে এরইমধ্যে পুড়ে গেছে ভবনের বেশিরভাগ অংশ। ভবনের ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে আনেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের ভেতরে আটকে পড়া বেশ কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে যারা আটকা পড়ে মৃত্যুবরণ করেছেন তাদের অধিকাংশই শিশু।

ফায়ার সার্ভিস জানায়, শহরের গণ বাসভবন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে জানান দেওয়ার জন্য চারটি স্মোক ডিটেক্টর থাকলেও তা কাজ করেনি। আগুন লাগার কারণ উদঘাটনে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফিলাডেলফিয়া ফায়ারের উপ কমিশনার।

ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র জিম কেনি। এদিকে হাসপাতালে থাকা দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com