সুনামগঞ্জের শান্তিগঞ্জে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের সাথে পরবর্তী পর্যায়ের জন্য অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পনা সভা করেছে এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)।
এতে উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিএইসসিপিবৃন্দ অংশ নেন।
রোববার (২০ নভেম্বর) এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র মিলনায়তনে ম্যাচুয়াল লার্নিং ফর ইমপ্রæভিং হেল্থ এÐ নিউট্রিশান প্রকল্পের উদ্যোগে এবং নরওয়েজিয়ন এজেন্সি ফর এক্সচেঞ্জ কো অপারেশন-এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকতার, ম্যাচুয়াল লার্নিং ফর ইমপ্রæভিং হেল্থ এÐ নিউট্রিশান প্রকল্পের প্রোগ্রাম কো অর্ডিনেটর মো. আশিকুর রহমান।
পুষ্ঠিবিদ মোছা. তানজিনা আক্তাররের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলার বসিয়াখাউরি কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, বেতকোনা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, জামলাবাজ কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সবুজ মিয়া প্রমুখ।
প্রজেক্টরের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পনা বিষয় তুলে ধরেন ডা. প্রিয়াংকা চাকমা।