বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কাতার বিশ্বকাপে প্রথম লালকার্ড পেলেন হেনেসি

খেলাধুলা ডেস্ক
  • শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১১:২৪ পিএম

কাতারে বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লালকার্ড পেলেন ওয়েইন হেনেসি। শুক্রবার (২৫ নভেম্বর) ইরানের বিপক্ষে ফাউল করে লালকার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক হেনেসি। তাতে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন তিনি।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলস-ইরান ম্যাচের ৮৪ মিনিটের ঘটনা। বক্স ছেড়ে ৩০ গজ দূরে চলে যান। ইরানের তারেমিকে রুখে দেওয়ার জন্য পা উুঁচিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করেন তিনি। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ তারেমির চোয়ালে গিয়ে আঘাত করে।

এ ঘটনায় রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেন। এরপর তিনি ছুটে যান সাইডলাইনে ভিএআর প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য়। ভিএআর দেখেই রেফারি লালকার্ড দেখানোর সিদ্ধান্ত জানিয়ে দেন।

সেই লালকার্ড দেখার আগ পর্যন্ত ইরান-ওয়েলসের খেলার গোলশূন্য ড্র ছিল। নির্ধারিত সময়েও কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে রোজবে চেশমির বক্সের বাইরে থেকে আগুনে শটই ইরানের ভাগ্য লিখে দিয়েছিল। কিন্তু ৯০+১১ মিনিটে রামিন রাজেয়ান ওয়েলসের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস।

কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ইরান খেলেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে এবং জিতেছে। যেখানে ইরান বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে।

 

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com