বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ পিএম

সুনামগঞ্জকে এগিয়ে নিতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছে নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা এ সহযোগিতা চান।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতায় সুনামগঞ্জকে এগিয়ে নিতে চাই।

সভায় সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শেখ মহি উদ্দিন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির’র সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মো. সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাসস’র প্রতিনিধি আল হেলাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি হিমাদ্র, শেখর ভদ্র, আরটিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com