বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে বিজয় দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। পরে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র নেতৃত্বে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামসাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

এদিকে, সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

বেলা সাড়ে ১১ টায় শীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক।

এছাড়াও, জেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com