বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

‘সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১১:১৮ পিএম

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, জাতির জনক আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একটি সুখি, উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে রোড লেভেলে পৌঁছে দিয়েছেন। তারপরও অনেক ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। এ বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, আপনারা জানেন, যারা দায়িত্ব পালন করে না, তাদের এক দোষ। আর যারা দায়িত্ব পালন,কাজর করেন তাদের ১০ দোষ। আমাদের কাজের মতানৈক্য থাকতে পারে তবে লক্ষ্য একই। আর তা হলো দেশের উন্নয়ন করা। জাতির জনক আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, একটি সুখি, উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, হাওরের ফসল রক্ষাবাঁধ, মৎস ও জীববৈচিত্র রক্ষায় প্রতি বছর সরকারের প্রচুর অর্থ ব্যয় রোধ করে কিভাবে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যায় সেই বিষয়টিও আমাদের ভাবতে হবে।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, ইমরানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক শহীদনূর আহমেদ, সদস্য সাহাবুদ্দিন আহমেদ, শামসুল কাদির মিছবাহ, লুৎফুর রহমান, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, আল আমিন প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com