সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দৃষ্টি নন্দন মাল্টিপারপাস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ সেন্টার উদ্বোধন করেনন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ-এর সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাহাজ্জত আলী খান ও মাহফুজা আক্তার রিনা,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, হাজী সুহেল আহমদ, মো. মিলন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমদ মানিক, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাস্টার, সহসাধারণ সম্পাদক হাবিলদার মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির,সহ সাংগঠনিক সম্পাদক মো. হিফজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ, রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ-এর পরিকল্পনায় নির্মিত দৃষ্টি নন্দন মাল্টিপারপাস সেন্টারে রয়েছে নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার, সাইন্স ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার,পাবলিক লাইব্রেরি ও ল্যাংগুয়েজ ক্লাব, শিশু একাডেমি, জিমনেশিয়াম, বিউটি পার্লার, সেলুন, মার্কেট স্কয়ার, রেস্টুরেন্ট, এম্পিথিয়েটার ইত্যাদি।