বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র ভিতরে শুধু জ্বালারে জ্বালারে, এত জ্বালা তারা কোথায় রাখবে, তাই আন্দোলন নামে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে। বিএনপি আওয়ামী লীগের উন্নয়নে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাব, তারেক রহমানের ডান হাত আমির খসরু মাহমুদ, মির্জা ফখরুল নয়, বিএনপি পালাবে আওয়ামী লীগ নয়, মাঠে আসুন খেলা হবে। বিএনপির আন্দোলন গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে পা ভেঙে গেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌণে ৩টায় সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে সেতুমন্ত্রী আরো বলেন,আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না। নির্বাচনের আসেন ফাইনাল খেলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। তিনি বলেন, এদেশে কোন শক্তি নেই আওয়ামী লীগকে হারাতে পারে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আসার পর বাংলাদেশ বদলে গেছে। ‘শেখ হাসিনা এদেশের অর্থনৈতিক মুক্তির রূপকার, তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন।’ বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেল? ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে, হিংসা করে লাভ নেই বিএনপির। এ সময় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল হয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপদপ্তর সম্পাদক সায়েম খান,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদমস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ।
অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন। দুই সদস্য বিশিষ্ট এই কমিটি ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দেন ওবায়দুল কাদের। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আলহাজ মতিউর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় কমিটির সদস্য হিসেবে সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।