বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ সদর হাসপাতালে ডায়ালাইসিস বিষয়ক মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে এক হাজার ডায়ালাইসিস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের মিনি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মো. আনসুর রহমানের সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু পদ চন্দ, অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল বর্মণ, গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. লিপিকা দাস, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. অতনু ভট্টাচার্য্য, সার্জারী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ড. সুমিত পুরকায়স্থ, সাংবাদিক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন।

আরও বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. আলী আশরাফ সোহাগ, ডা. সৈকত দাস, ডা. লোপা দত্ত, ডা. নিলুফা আক্তার, সেবা তত্ত¡াবধায় ফাতেমা বেগম, নিসিয়র স্টাফ নার্স ফারহানা জাহান প্রমুখ।

সভায় ডায়ালাইসিস নেয়া রোগী সবনম আক্তার জানান, তিনি ২০১৬ সালে কিডনী রোগে আক্রান্ত হন। তিনি পেশায় একজন সহকারি শিক্ষিকা। আক্রান্ত হওয়ার পর তিনি সিলেট ও ঢাকায় ডায়ালাইসিস করিয়েছেন। এতে তার অনেক অর্থ ও সময় অপচয় হয়েছে। তিনি আরও জানান, সিলেটে একবার ডায়ালাইসিস করতে গেলে থাকা খাওয়া ও যাতায়াতসহ অন্তত ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হতো। কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালে ডায়ালাইসিস করতে তার সব মিলিয়ে খরচ পড়ে ৬ থেকে ৭ শত টাকা। এতে তার অতিরিক্ত যাতায়াত খরচ ও সময় হচ্ছে না।

সবনম আক্তার জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবামান অনেক ভাল। এখানে সেবা নিয়ে তিনি এখন সুস্থ বোধ করছেন।

হাসপাতাল সূত্র জানায়, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ডায়ালাইসিস চালু হয়েছে ২০২০ সালের ৫ জানুয়ারি। সে সময় করোনাকালিন সময় তাকায় রোগী সংখ্যা কম ছিল। এর পর মেশিন নষ্ট হওয়ার কারণে এক বছর ডায়ালাইসিস বন্ধ ছিল। গত বছরের আগস্টে মেশিন আবার সচল হলে ডায়ালাইসিস আবারও শুরু হয়। শুরু থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এক হাজার ডায়ালাইসিস করা হয়েছে। চলিত বছরের জানুয়ারিতে এক মাসে ১২৮টি ডায়ালাইসিস করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com