সুনামগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ২ হাজার ২৭৮ টি কেন্দ্রে ৪ লাখ ৪২ হাজার ২৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী ক্যাম্প রয়েছে ১২টি এবং ২ হাজার ১৬৬টি অস্থায়ী ক্যাম্প রয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা ইপিআই মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা।
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ২৭৮টি কেন্দ্রে ৪ লাখ ৪২ হাজার ২৯৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ জন শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৮ হাজার ৪৯৯ জন শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে।
এতে ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী ৪৪৮ জন শিশু এবং ১২ থেকে ৩৭ হাজার ৮১০ জন প্রতিবন্ধী শিশু। এ ক্যাম্পেইন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত।
ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, হিমাদ্রি শেখ ভদ্র, জাকির হোসেন প্রমুখ।
এ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্টি ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ অংশ নেন।