বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ভাষা দিবসে হামদর্দ’র ফ্রি চিকিৎসাসেবা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১০ পিএম

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সুনামগঞ্জে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে হামদর্দ ল্যাবরটরিজ (ওয়াকফ) বাংলাদেশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরের মেজর ইকবাল রোডে কোম্পানী অফিস কক্ষে শতাধিক দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হামদর্দ-এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের কান,কান ও গলা বিভাগের কনসালটেন্ট ডা. আখতারুজ্জামান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শুভ ব্রত বসু।

সুনামগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হামদর্দ-এর, হাকিম বিমল রঞ্জন দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে শতধিক দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এর আগে রোগীদের রুহ আফজা পান করান অতিথিবৃন্দ।

হামদর্দ-এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা জানান, দেশের ২৬৮টি হামদর্দ’র কেন্দ্রে দিবসটি উপলক্ষে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com