স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এ শে¬াগান নিয়ে সুনামগঞ্জ শুরু হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শন।
শনিবার (২৫ ফেব্রæয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ বিভাগের চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।
ডা. একেএম লুৎফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারি পরিচালক ডা. মো. আব্দুল মমিন।
অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন স্টাল পারিদর্শন করেন। এ প্রদর্শনীতে ৩৫ টি স্টল অংশ নিয়েছে।