বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাঁধের কাজে কোন ব্যত্যয় হতে দেয়া যাবে না: সচিব

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১২:৫৮ এএম

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, আগাম বন্যার ঝুকিঁ মোকাবেলার চিন্তা মাথায় রেখেই সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের করতে হবে। কোন অবস্থাতেই বাঁধের কাজে ব্যত্যয় হতে দেয়া যাবে না। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় আশা করি ভাল ভাবেই কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।

শনিবার (৪ মার্চ) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভায় সচিব এসব কথা বলেন।

সভার শুাংতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার প্রজেক্টরের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি তুলে ধরেন।

জেলা প্রশাসক ও জেলা কাবিটা কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বলেন, আমাদের মনিটরিং জোরদার করেছি। আমি চলে যাবার পরপরই আরও ৯ জন কর্মকর্তা বাঁধের কাজ পরিদর্শন করতে আসবেন। তারা তিনটি টিমে কাজ করবেন। এই টিমের রিপোর্ট দেয়ার পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুনামগঞ্জে আসবেন।

সভায় অন্যান্যের মেেধ্য বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম, সিলেট রিজনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী-২ সামসুদ্দোহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com