শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ঘর পাচ্ছেন আরও ১২১৩ গৃহহীন পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:৫২ পিএম

“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনাটি বাস্তবায়নে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সুনামগঞ্জে আরও ১ হাজার ২১৩ টি পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিং এ তথ্য জানান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

জেলা প্রশাসক জানান, সুনামগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে ৩ হাজার ৯০৮টি পরিবারকে, দ্বিতীয় পর্যায়ে ৪৫৮টি এবং তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ১ হাজার ৫৫৫টিসহ মোট ৫হাজার ৮২১টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, আগামী ২২ মার্চ তারিখে ৩য় পর্যায়ের ৩৯১ টি এবং ৪র্থ পর্যায়ের ৮২২ টি সহ মোট ১২১৩ টি পরিবারকে সুনামগঞ্জ জেলায় জমি ও গৃহ প্রদান করা হবে।

এছাড়াও আগামী ২২মার্চ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, আরডিসি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, দেওয়ান তাছাদ্দুক রাজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com