নানা কর্মসূচিন মধ্যদিয়ে সুনামগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় পিটিআই বধ্যভূমিতে প্রথমে মোমবাতি প্রজ্জলন ও পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শেখ মহি উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
পরে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু সাঈদসহ জেলা পুলিশের কর্তকর্তাগণ।
একই সময়ে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রামানিক প্রমুখ।