বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

স্বাধীনতা দিবসে হামদর্দ’র ফ্রি চিকিৎসাসেবা

Reporter Name
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৮:৫৮ পিএম

সুনামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে হামদর্দ ল্যাবরটরিজ (ওয়াকফ) বাংলাদেশ।

রোববার (২৬ মার্চ) সকালে সুনামগঞ্জ শহরের মেজর ইকবাল রোডে কোম্পানী অফিস কক্ষে শতাধিক দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হামদর্দ-এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামে সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারন সস্পাদক শিলা বসু, বিশিষ্ট ব্যবসায়ী শুভ ব্রত বসু।

সুনামগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হামদর্দ-এর, হাকিম বিমল রঞ্জন দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে অর্ধশতাধিক দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

হামদর্দ-এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা জানান,১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় হামদর্দ ল্যাবরটরিজ। এরপর থেকে প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবায় অবদান রেখে আসছে। বর্তমানে দেশের ২৭৭টি হামদর্দ’র কেন্দ্রে দিবসটি উপলক্ষে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে বলেও জানান হাসান ইমাম ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com