বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুনর্িিতর প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১ এপ্রিল) দুপুরে শহরের পুরাতন বাসসেন্টন্ডে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মো. এনামুল হক চৌধুরী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, আনসার উদ্দিন, নাদের আহমদ, আবুল কালাম আজাদ, আনিসুল হক, ফারুক আহমদসহ অংগ সংগঠনের নেতা কর্মীরা ।