‘রুপান্তরের অভিযাত্রায়, সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ^ অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজবেসা কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সমাজসেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শেখ মহি উদ্দিন, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।
আরও বক্তব্য রাখেন, জেলা সমাজ কল্যাণ কমিটির সহসভাপতি নূরুর রব চৌধুরী, জেলা তথ্য অফিসার আব্দুস ছত্তার, সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুবিমল চক্রবর্তী চন্দন, আরডিএস’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মোকারম হোসেন, মনিকা দাস, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি নূর উদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, জেলা পর্যায়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে, মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্রে, জাতীয় পর্যায়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীর চিকিৎসা নিতে পারেন।