শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে মহান মে দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১ মে, ২০২৩, ১:২০ পিএম

“মালিক-শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে মহান মে দিবস।

সোমবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো.আব্দুস ছত্তার। এতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com