শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সিলেটে মে দিবসের পালিত

সিলেট প্রতিনিধি
  • সোমবার, ১ মে, ২০২৩, ১১:৫৪ পিএম

মহান মে দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র‌্যালিটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্ট বন্দরবাজার জিন্দাবাজার হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতা কর্মীর অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সহ অন্যরা।

এদিকে মহান মে দিবস উপলক্ষে সিলেটে শোভাযাত্রা করেছে সিলেট জেলা ও মহানগর শ্রমিকদল। দুপুরে সিলেট নগরীর পুরানলেন থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com