বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঈদের মাসে প্রবাসী আয় কম

দেশ ভয়েস ডেস্ক
  • মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১:২৯ পিএম

ঈদের মাসেও রেমিট্যান্স বা প্রবাসী আয় কমেছে। গত মার্চের তুলনায় এপ্রিলে রেমিট্যান্স কমেছে প্রায় ৩৪ কোটি ডলার। গত মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২৫ লাখ ডলার। এপ্রিলে এসেছে ১৬৮ কোটি ৩৫ লাখ ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে প্রায় ১৭ শতাংশ।

মঙ্গলবার (২ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা ২০০ কোটি ডলার বেশি করে রেমিট্যান্স এসেছিল। এরপর টানা ছয় মাস ধরে ২০০ কোটি ডলারের ঘর ছুতে পারেনি প্রবাসী আয়। গত মার্চে রেমিট্যান্স আবার ২০০ কোটি ডলারের ঘর অতিক্রম করে। আশা করা হয়েছিল রোজা ও ঈদ উপলক্ষ্যে এপ্রিলে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু মাস শেষের হিসাবে দেখা যায়, রেমিট্যান্স এসেছে মাত্র ১৬৮ কোটি ৩৫ লাখ ডলার। যা গত মার্চের তুলনায় ৩৪ কোটি ডলার কম। মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২৫ লাখ ডলার।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com