বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিশ্বম্ভরপুরে এলজিইডির হিলিপ প্রকল্পের কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২২ মে, ২০২৩, ১১:৫১ পিএম

উপজেলা প্রকৌশলী মো. ইকরামুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ। সুনামগঞ্জ হিলিপ প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারি মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার, উপজেলা সমবায় কর্তকর্তা রুহুল হাসান।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন হিলিপ প্রকল্পের কমিউনিটি রিসোর্স ম্যানেজম্যান্ট কো-অর্ডিনেটর মো. হারুন অর রশীদ ও সদর উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর নয়ন কুমার সরকার। প্রশিক্ষণে বিভিন্ন সুবিধাভোগী সংগঠনের ১৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com