শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বাউবি’র এসএসসি পরীক্ষা পরিদর্শনে আঞ্চলিক পরিচালক

দেশ ভয়েস ডেস্ক
  • শনিবার, ১০ জুন, ২০২৩, ১২:২৯ এএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা পরিদর্শন করেছেন সিলেটের অঞ্চলিক পরিচালক মো. খালেকুজ্জামান খান। শুক্রবার (৯ জুন) সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সকালে ইতিহাস ও বিকেলে পৌরনীতি পরীক্ষা পরিদর্শন করেন তিনি।

এসময় পরিচালকের সঙ্গে ছিলেন, বাউবি’র সুনামগঞ্জ উপআঞ্চলিক কেন্দ্রের সহকারি পরিচালক খন্দকার হুমায়ুন কবির, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীসহ বাউবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বাউবি’র সুনামগঞ্জ উপআঞ্চলিক কেন্দ্রের সূত্রে জানাযায়, এবার সুনামগঞ্জ জেলায় তিন কেন্দ্রের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলো হচ্ছে, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

তিনিটি কেন্দ্রে মোট ১৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯ জন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২ জন ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com