পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক চারলেনে উন্নিত করার। তিনি বলেন সুনামগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। সড়কটি চাললেনে উন্নীত করা হবে। যাতে দ্রæত সময়ের মধ্যে সুনামগঞ্জের মানুষ নিজ নিজ গন্তব্যে পৌছতে পারেন।
শনিবার (১০ জুন) বেলা ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে ৫১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ‘সদরপুর’সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ অতি দ্রæত সময়ের মধ্যে সদরপুর ব্রিজের নকশা প্রনয়ন থেকে সকল কিছু বাস্তবায়ন করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
তিনি বলেন, কিছু মানুষ আছে যারা ঢাকায়, চিটাগাং এ বসে থাকে। তারা বলে দেশে গণতন্ত্র নেই, উন্নয়ন নেই, মানবাধিকার নেই বলে সময় নষ্ট করছে। এসব না করে দেশে আরও স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা দরকার।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জবাসী আমরা হাওরের মানুষ। পানির নিচে হাবু ডুবু করে ধান কাটি, আমরা মারা গেলে, কে আমাদের দেখে। বড় বড় সাহেবরা আমাদের দেখেন না। শেখ হাসিনা আমাদেরকে দেখেন। সুনামগঞ্জের মানুষকে শেখ হাসিনা ভালবাসেন।
তিনি বলেন, আমি সুনামগঞ্জের সন্তান। দীর্ঘদিন ধরে আসি সুনামগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে আসছি। আমি আমৃত্যু এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন। আমি উনার সাথে আছি এবং উনার সাথে থেকে কাজ করে যাবো। এটা নিশ্চিত আওয়ামী লীগে আছি, নৌকায় আছি। নৌকা গরীব মেহনতি মানুষের পক্ষে কাজ করে, মা-বোনদের পক্ষে কাজ করে। আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির জন্য কাজ করে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীমো. ফজলে রব্বে।
এ সময় উপস্থিত ছিলেন তত্তাবধায়ক প্রকৌশলী(সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম প্রমুখ।