সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পল্লীতে মাছ ধরতে গিয়ে পৃথক বজ্রপাতে আমির আলী (৪৫) ও মো. ইসম্ইাল(৪২) নামের দুইজনের মৃত্যু হয়েছে।
মৃত আমির আলী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে ও মৃত ইসমাইল দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দোয়ারাবাজর উপজেলার এরুয়াখাই গ্রামের পাশর্^বর্তী কচুবিলে মাছ ধরতে যান ইসমাইল। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ের। পরে আশে পাশের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকাল সাড়ে ১০ টার দিকে ছাতক উপজেলার কাড়ইগাঁও গ্রামের পাশে মাছ ধরতে যান গ্রামের আমির আলী। এ সময় হঠাৎ বজ্রপাতে আমির আলী মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে পাশর্^বর্তী দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি খান মাইনুল জাকির ও দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।