শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শাল্লায় মায়ের মরদেহ উদ্ধার,দুই সন্তান নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১১:০০ পিএম

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর ব্রিজে ওঠার সময় দুই সন্তানসহ দুর্লভ রানী দাস(৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুই শিশু সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫) নিখোঁজ রেখে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত আধাকিলোমিটার দূরে মাইতি বিল এলাকা থেকে দুর্লভ রানী দাসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেলা ১১টায় নিখোঁজ দুর্লভ রানী দাসের মরদেহ ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূর মাইতি বিল এলাকা থেকে উদ্ধার করে ডুবুরিরা।

তিনি আরও জানান, দিনভর ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ জবা রানী দাস ও বিজয় দাসকে উদ্ধার করতে পারেনি। বিশাল হাওর এলাকায় ¯্রােতে কোথায় নিয়ে গেছে শিশু দুটির লাশ তা নিশ্চিত না হওয়ায় এবং তাদের মা দুর্লভ রানীর মরদেহ যে জায়গা থেকে সেখানে অভিযান চালিয়ে শিশু দুটিকে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

উপজেলার বিলপুর ইউনিয়নের রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে দুর্লভ রানী দাস তার মেয়ে জবা রানী দাস ও ছেলে বিজয় দাসকে নিয়ে শাল্লা উপজেলা সদরে যাওয়ার সময় উপজেলা সদর সংলগ্ন দাড়াইন নদী ব্রিজে সংযোগ সড়কের কালভার্ট থেকে ওঠার সময় পা ফসকে সন্তানদের নিয়ে নদীতে পড়ে যান। এসময় প্রবল স্রোতে তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, ওসি আমিনুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে যান। রাতভর পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com